ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমার দেশ’র মাহমুদুর রহমানকে আদালতে হাজিরের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: সদ্য প্রকাশনা বাতিল হওয়া দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনকে আগামী ৫ জুলাই আপিল বিভাগে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘চেম্বার জজ মানেই সরকারের পক্ষে স্থগিতাদেশ’ এই শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত  হলে সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও ব্যারিস্টার মাইনুল হাসান  ওই পাঁচজনকে আসামি করে আদালত অবমাননার মামলা করেন।

  মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।

মাহমুদুর রহমান ছাড়াও পত্রিকাটির প্রকাশক হাসমত আলী, বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী, উপ-সম্পাদক আব্দাল আহমেদ ও ওই সংবাদের প্রতিবেদক অলিওল্লাহ নোমানকে হাজির হতে বলা হয়েছে।

গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় ওই সংবাদটি প্রকাশিত হয়। এরপর দুই আইনজীবী আদালত অবমাননার মামলাটি করেন। মামলার ওপর আজ  বুধবার শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন।

শুনানিতে বাদিপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।  

বাংলাদেশ সময়: ১৫৫০ঘণ্টা, জুন ২, ২০১০
জেএ/আরজেড/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।