ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ধুনটে বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট উপজেলায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চার দিনব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে এ ক্যাম্পের উদ্বোধন করেন ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবাহান।

বাংলাদেশ স্কাউট কমিটির ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- স্কাউট কমিশনার অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, স্কাউটের প্রশিক্ষক টিএম সহরাওয়ার্দ্দী, স্কাউট লিডার মোজাম্মেল হক, গাবতলি উপজেলা শাখার প্রশিক্ষক সাইফুর রেজা, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দীকি, গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।