ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বশেমুরবিপ্রবি’তে আনন্দ শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বশেমুরবিপ্রবি’তে আনন্দ শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের নাম শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট নামে অনুমোদন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের নাম শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট নামে অনুমোদন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।



এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।