ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১৬ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
দিনাজপুরে ১৬ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনগত রাত থেকে বুধবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা, ৩৬ লিটার চোলাই মদ, ৪শ’ গ্রাম গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল, পাঁচ গ্রাম হেরোইন ও ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোহাম্মদ ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।