ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আশুলিয়ায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন আশুলিয়ায় বিজিবি মোতায়েন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ৫৫টি কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ।

আশুলিয়া (ঢাকা): শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ৫৫টি কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ।

বন্ধ ঘোষিত কারখানার মূল ফটকে ঝোলানো হয়েছে বন্ধের নোটিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে থেকেই শিল্প পুলিশের সাথে জেলা পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয়।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (ঢাকা পিলখানা) অতিরিক্ত পরিচালক মেজর মো. ফজলুল করিম বাংলানিউজকে জানান, আশুলিয়ার পরিস্থিতি শান্ত রাখতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য আনা হয়েছে। বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকরা কোথাও জড়ো হয়নি।

অন্যদিকে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না- এমন ঘোষণা দিয়ে মাইকিং করছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নূন্যতম মজুরি ১৫ হাজার টাকা দাবির পাশাপাশি বিগত কয়েক দিন ধরেই বাড়ি ভাড়া বৃদ্ধি ও গ্যাস সংকটের অভিযোগ এনে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। তাদের এসব দাবি অবৈধ।

কারণ হিসেবে তিনি জানান, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শ্রমিক এলাকায় বাড়ি ভাড়া না বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণে নেওয়া হয়েছে নানা প্রকার পদক্ষেপ। সরকার তার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি করবে। তাদের দাবি

মজুরি বৃদ্ধির এই দাবিকে চক্রান্ত হিসেবে দেখছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করছি। কারা এধরনের কাজের সাথে জরিত সেগুলো খুজে বের কারার চেষ্টা করা হচ্ছে। তবে বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

** অন্ধকারে কালো বেড়াল খোঁজার পথের সন্ধান!

বাংলাধেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।