ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
দেবিদ্বারে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক অভিযান চ‍ালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক অভিযান চ‍ালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সানানগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- দেবিদ্বার উপজেলার সানানগর পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান হাবিল (৩২) ও মৃত. নান্নু মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫) এবং মৃত. আব্দুল জলিলের ছেলে মো. মনির হোসেন (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানানগর গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় হাবিবুর রহমান হাবিল ও নুরুল ইসলামকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

এদিকে, সানানগর পশ্চিম পাড়া গ্রাম থেকে মো. মনির হোসেনকে তার বাড়ির সামনে থেকে একটি নীল পলিথিন প্যাকেটের ভেতর থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এসআই) মো. সোহেল আহাম্মেদে এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসম্বের ২১, ২০১৬
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।