ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মনপুরায় জাটকা ইলিশ সংরক্ষণে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
মনপুরায় জাটকা ইলিশ সংরক্ষণে মতবিনিময় মনপুরায় জেলে ও মৎসজীবীদের নিয়ে সভা

ভোলার মনপুরায় জেলে, মৎসজীবী ও আড়ৎদারদের নিয়ে জাটকা ইলিশ সংরক্ষণে পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা: ভোলার মনপুরায় জেলে, মৎসজীবী ও আড়ৎদারদের নিয়ে জাটকা ইলিশ সংরক্ষণে পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ও বিকালে উপজেলার চরফৈয়েজউদ্দি ও হাজিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

 

মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও  ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ প্রকল্পের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি ছিলেন, মনপুরা উপজেলা মৎস্য অফিস প্রতিনিধি মো. ইউসুফ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের ম্যানেজার-টিএস মো. সমিরুজ্জামান, দুই নম্বর হাজির হাট ইউপি সাবেক সদস্য ইউসুব হোসেন, মৎস্যজীবী লীগ যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ঠ মৎস্য ব্যবসায়ী মো. বাবুল মাতব্বার, ইসমাইল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ভুইয়ারহাট মাছ ঘাট কমিটির সভাপতি আবুল কাশেম মিয়া ও সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের মো. কামরুলহাসান (সবুজ)।

সভায় ০১ নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত আট মাস ঝাটকা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।