ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শুক্রাবাদে ৩ হাজার ক্যান বিয়ারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শুক্রাবাদে ৩ হাজার ক্যান বিয়ারসহ আটক ২

রাজধানীর শুক্রাবাদ এলাকায় তিন হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে একটি জিপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

ঢাকা: রাজধানীর শুক্রাবাদ এলাকায় তিন হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে একটি জিপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক মাদক বিক্রেতারা হলেন- মো. জাহিদুল ইসলাম (২৩) ও মো. দুলাল হোসেন ভূঁইয়া (৫০)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্টো উপ-অঞ্চলের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বাংলানিউজকে বলেন, আটক হওয়া এ দুই মাদক বিক্রেতা রাজধানীর শীর্ষ মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
পিএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।