ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টিএসসিতে ‘পঞ্চম সঞ্জীব উৎসব’ ২৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
টিএসসিতে ‘পঞ্চম সঞ্জীব উৎসব’ ২৫ ডিসেম্বর পঞ্চম সঞ্জীব উৎসবের ব্যানার

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সঞ্জীব চত্বরে ‘পঞ্চম সঞ্জীব উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সঞ্জীব চত্বরে ‘পঞ্চম সঞ্জীব উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ উৎসব চলবে।

সঞ্জীব উৎসব উদযাপন এ উৎসবের আয়োজন করবে।

উৎসবে গান গাইবেন বাপ্পা মজুমদার ও দলছুট, জয় শাহরিয়ার, পারভেজ, গানকবি, তরুণ, চিৎকার, পরিধি, ঘুনপোকা, অর্জন, নোন্তা বিস্কুট, অনুরণ, ত্রিব্যঞ্জন, ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটিসহ আরও অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক এবং সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর সঙ্গে বাপ্পা মজুমদারের যুগলবন্দি ‘দলছুট’ ব্যান্ড উপহার দিয়েছিল অসংখ্য শ্রোতানন্দিত গান। সাংবাদিকতা জগতে তার সৃষ্টিশীল নানা কাজ নতুন দিগন্তের সূচনা করেছিল।

সঞ্জীবের গাওয়া উল্লেখযোগ্য কয়েকটি জনপ্রিয় গান: আমি তোমাকেই বলে দেবো, সাদা ময়লা, সমুদ্রসন্তান, জোছনাবিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ ও স্বপ্নবাজি ।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।