ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরীক্ষা বন্ধে রাবিতে ছাত্রলীগের তালা, ক্যাম্পাসে উত্তেজনা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
পরীক্ষা বন্ধে রাবিতে ছাত্রলীগের তালা, ক্যাম্পাসে উত্তেজনা নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে ফটকে তালা মেরে ছাত্রলীগের বিক্ষোভ

নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন শর্ত শিথিল করার দাবিতে নির্ধারিত নিয়োগ পরীক্ষা বন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী: নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন শর্ত শিথিল করার দাবিতে নির্ধারিত নিয়োগ পরীক্ষা বন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।



শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর, গ্রন্থাগার সহকারী, ক্যাটালিস্ট ক্যাটাগরিতে ২৭টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সকালে নিয়োগ পরীক্ষা বন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিজ্ঞান ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভবনের সামনে অবস্থান নেয়।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে তালা মেরে সেখানে অবস্থান নিয়ে পরীক্ষা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ব্যাপারে জানতে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম, বহিরাগতরা এসে বিশৃঙ্খলা পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া চেষ্টা করছি।

এর আগে গত ২১ ডিসেম্বর রাবি স্কুলের একটি নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকার বন্ধ করে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

** রাবি উপ-উপাচার্যকে হত্যার হুমকি

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬/আপডেট: ০৯২৪ ঘণ্টা
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।