ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
গাংনীতে হাতবোমা উদ্ধার মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ষোলটাকা গ্রামের চৌকিদার ভরত কুমারের বাড়ির পাশে পুকুর পাড় থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাটি উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক ‘বস্তুটি’ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। যা হাতবোমা বলে নিশ্চিত করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।