ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
সিরাজগঞ্জে যুবকের আত্মহত্যা সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাবু আহম্মেদ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাবু আহম্মেদ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পরে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাবু আহম্মেদ গাড়াদহ গ্রামের আরি শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে আসছিলেন বাবু আহম্মেদ। পাওনাদাররা ঋণের টাকার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করায় বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বাবুর ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।

তবে, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।