ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ইয়াবা ব্যবসায়ী কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ধুনটে ইয়াবা ব্যবসায়ী কারাগারে

বগুড়ার ধুনটে জহুরুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে জহুরুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার চালাপাড়া-পেচিবাড়ী সড়ক থেকে তাকে আটক করা হয়।

জহুরুল উপজেলার গোপালনগর গ্রামের কোরবান আলী কুড়ানের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন জহুরুল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চালাপাড়া-পেচিবাড়ী সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় জহুরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।