ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে মানব কঙ্কাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
পিরোজপুরে মানব কঙ্কাল উদ্ধার

পিরোজপুর নেছরাবাদে মাথার খুলিসহ দেহের নানা অঙ্গের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর: পিরোজপুর নেছরাবাদে মাথার খুলিসহ দেহের নানা অঙ্গের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রাম থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

নেছরাবাদ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে উত্তর করফা গ্রামের একটি ডোবায় মাছ ধরতে যায় স্থানীয়রা। এসময় ডোবার পানি সেচ করে টগর সরাতে গেলে মাথার খুলিসহ দেহের নানা অঙ্গের হাড় দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) হাড়গুলো ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।