ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অ্যাপোলোতে ভর্তি আইনমন্ত্রী, অ্যাপেন্ডিসাইটিস সার্জারি সম্পন্ন

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
অ্যাপোলোতে ভর্তি আইনমন্ত্রী, অ্যাপেন্ডিসাইটিস সার্জারি সম্পন্ন

আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিন-চার দিন আগেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিন-চার দিন আগেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অ্যাপেন্ডিসাইটিসে সার্জারি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পূর্ণাঙ্গ বিশ্রামে রাখা হয়েছে।

সূত্র জানায়, আরও অন্তত সপ্তাহখানেক আইনমন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে।

বাংলাদেশ সময় ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।