ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় ৫টি বা‌ড়ি‌তে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
সাটু‌রিয়ায় ৫টি বা‌ড়ি‌তে ডাকাতি

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় পাঁচটি বাড়িতে ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছে।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় পাঁচটি বাড়িতে ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছে।

শ‌নিবার (২৪ ‍ডিসেম্বর) ভোর রা‌তে উপ‌জেলার জান্না দ‌ক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর রা‌তে উপ‌জেলার জান্না দ‌ক্ষিণ পাড়া গ্রা‌মের মৃত মোস‌লেম উদ্দিনের ছেলে হযরত অালীর বড়ি‌তে হানা দি‌য়ে দুইটি মোবাইল ফোন, মৃত হো‌সেন অালীর ছেলে অা. কুদ্দু‌সের বা‌ড়ি ‌থে‌কে একটি মোবাইল পাঁচ হাজার টাকা, দুই ভ‌রি রুপ‌া ও স্ব‌র্ণের কা‌নের দুল, নুর মহাম্মদের ছেলে অাশু মিয়ার বা‌ড়ি থে‌কে সাত ভ‌রি রুপা এক ভ‌রি স্বর্ণ, মৃত স‌হিম উদ্দিনের ছেলে সাজাহানের বা‌ড়ি থে‌কে সাত ভ‌রি রুপা, সা‌ড়ে চার অানা স্বর্ণ, ৩৫০০টাকা ও একটি মোবাইল, মৃত জি‌গির অালীর ছেলে নুর মোহাম্মদের বা‌ড়ি থে‌কে চার হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হ‌া‌বিবুল্লাহ সরকার বাংলা‌নিউজ‌কে জানান, পাঁচ বা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘট‌লেও তিনটি বা‌ড়ি একই প‌রিবা‌রের।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।