ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানার কাছে একাধিক গুলির শব্দ শোনা যাচ্ছে। পুলিশের সূত্র জানিয়েছে, আস্তানা আইনশৃঙ্খলা বাহিনীর...

ঢাকা: রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানার সেই বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশপাশি টিআরসেলও নিক্ষেপ করা হচ্ছে।

এর মধ্য দিয়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে সূত্র মরফত জানা গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ অভিযান শুরু হয়। আস্তানার ভেতরে দুই পুরুষ ও এক নারী জঙ্গি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আরও আছেন এক শিশু। অভিযান শুরুর পরপর নারী জঙ্গি গ্রেনেড নিক্ষেপ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এজেডএস/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।