ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
ফেনীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার পাঠানগড় এলাকার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছাগলাইয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, শনিবার সকালে ধান ক্ষেতে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শরীরে বেশকটি আঘাতের চিহ্ন রয়েছে হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।