ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরার তালা উপজেলায় ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তালা উপজেলার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (২৮) এর নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলা‌নিউজকে জানান, একটি ইজি বাইক যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে মির্জাপুর বাজারে পৌঁছালে এক‌টি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হয় আরও পাঁচজন।

নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।