ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
রাজশাহীতে ট্রাকচাপায় পথচারী নিহত

রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বর এলাকায় ট্রাকচাপায় জনাব আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনাব আলীর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

রাজশাহী: রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বর এলাকায় ট্রাকচাপায় জনাব আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জনাব আলীর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বাংলানিউজকে জানান, সকালে জনাব আলী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক জনাব আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান এসআই আবু রায়হান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এসএস/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।