ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে স্বপ্ন কর্মীদের বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
কুড়িগ্রামে স্বপ্ন কর্মীদের বার্ষিক সম্মেলন কুড়িগ্রামে স্বপ্নকর্মীদের ৠালি

সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন এই শ্লোগানে কুড়িগ্রামে স্বপ্নকর্মীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম: সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন এই শ্লোগানে কুড়িগ্রামে স্বপ্নকর্মীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে স্বপ্ন কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও স্বপ্ন প্রকল্পের পরিচালক রওশন আরা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরিফিন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।