ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি এ ঘোষণা দেন।

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বিকেল সোয়া ৩টার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক তাজা বোমা, বিস্ফোরক ও গ্রেনেড থাকায় কেউ ভেতরে যাচ্ছে না। তবে কিছুক্ষণ পর আমাদের বোম ডিসপোজাল ইউনিট ভেতরে যাবে। সেখানে কি কি রয়েছে সেগুলো খতিয়ে দেখবে।

জঙ্গিদের আত্মসর্মপণের জন্য মাইকিংয়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে অনেকেই সাড়া দিয়েছে, আবার কেউ কেউ সাড়া দেয়নি। তবে যারা আত্মসমর্পণ করেন নি তাদের মধ্যে বোরখা পড়া নারীকে আত্মসমর্পণের জন্য বলা হয়। তিনি আত্মসমর্পণ না করে পরিহিত ‘সুইসাইডাল ভেস্ট’ ফাটান। এতে তিনি মারা যান।

অভিযানে ৭ জঙ্গির মধ্যে ৪ জন আত্মসর্মপণ করেছেন, দু’জন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

** ইমতিয়াজ নামে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা
** ‘সুইসাইডাল ভেস্ট ফাটানো সেই নারী জঙ্গি মারা গেছেন‍’
** পার্কিংয়ে পড়ে আছে নারী জঙ্গি, ঘরের মেঝেতে কিশোর জঙ্গি
** জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
** জঙ্গিদের গ্রেনেডে এক শিশু আহত
** ‘মা বের হয়ে আসো, আত্মসর্মপণ করো’
** ‘ভেতরে ৩ জঙ্গি, দফায় দফায় আত্মসর্মপণের জন্য কথা হয়’
** ‘ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে’
** দক্ষিণখানে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
**  জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান পুলিশের, সাড়া নেই
** ভেতরে দুই নারী জঙ্গি, শিশুও থাকতে পারে
** জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা আশকোনায়
** দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।