ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
মুন্সীগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।

 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) গোলাম মোরশেদ তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালী এলাকায় আরাম পরিবহন ও গোধূলী পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দু’জন। এছাড়া আহত হন ১৯ জন।

প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।