ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২ দিনব্যাপী পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
ময়মনসিংহে ২ দিনব্যাপী পিঠা উৎসব

ময়মনসিংহের আনন্দমোহন কলেজ মাঠে দু’দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেষ দিনের পিঠা উৎসব সম্পন্ন হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দমোহন কলেজ মাঠে দু’দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেষ দিনের পিঠা উৎসব সম্পন্ন হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ উৎসবে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ৩০টি স্টল স্থান পায়। রাতভর পিঠা তৈরি করে বাহারি রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

উৎসব শেষে সেরা পিঠা খাদককে পুরস্কৃত করা হয়।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার নুরুল হক পরশ বাংলানিউজকে বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএএএম/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।