ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইজতেমায় আখেরি মোনাজাত রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
লক্ষ্মীপুরে ইজতেমায় আখেরি মোনাজাত রোববার লক্ষ্মীপুরে ইজতেমায় জমায়েত মুসল্লিদের একাংশ। ছবি: বাংলানিউজ

ঈমান, তালিম, দাওয়াতীকাজ, ইসলামী শিক্ষার ওপর বয়ান ও আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তির প্রত্যাশায় মুসল্লিদের জিকিরের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ইজতেমার অনুষ্ঠানিক কার্যক্রম চলছে। 

লক্ষ্মীপুর: ঈমান, তালিম, দাওয়াতীকাজ, ইসলামী শিক্ষার ওপর বয়ান ও আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তির প্রত্যাশায় মুসল্লিদের জিকিরের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ইজতেমার অনুষ্ঠানিক কার্যক্রম চলছে।  

রোববার (২৫ ডিসেম্ব) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

আখেরি মোনাজাতকে সামনে রেখে ইজতেমা ময়দানে মুসল্লিদের সংখ্যা বাড়ছে। তিন লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হলেও আখেরি মোনাজাতে পাঁচ লাখ মুসল্লির অংশগ্রহণ হতে পারে বলে মনে করছেন আয়োজকরা।  

আখেরি মোনাজাতকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার জোরদার করা হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব  ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।