ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীকে খুন করে স্ত্রী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
স্বামীকে খুন করে স্ত্রী কারাগারে

জমি ও গহনা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সৃষ্ট কলহের জেরে স্বামী জয়নাল আবেদিনকে (৪৮) মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে তার তৃতীয় স্ত্রী সুইটি (২১)। এ ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুইটিকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

ময়মনসিংহ: জমি ও গহনা দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সৃষ্ট কলহের জেরে স্বামী জয়নাল আবেদিনকে (৪৮) মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে তার তৃতীয় স্ত্রী সুইটি (২১)।

এ ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুইটিকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার ঘাগড়া এলাকায় রাতে শিল দিয়ে স্বামীকে মাথায় আঘাত করলে হত্যার ঘটনাটি ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, জয়নাল আবেদিনের প্রথম স্ত্রী মারা যাবার পর আবার বিয়ে করেন তিনি। এরপর দ্বিতীয় স্ত্রীও তাকে তালাক দেন। পরে তৃতীয় বিয়ের সময় স্ত্রী সুইটিকে কথা দিয়েছিলেন জমি ও গহনা দেওয়ার। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে শিল দিয়ে জয়নালের মাথায় আঘাত করে তার সুইটি। পরে তার স্বামীর মৃত্যু হয়।

আদালতে সুইটি তার স্বামীকে শিল দিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমএএএম/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।