ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বগুড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উম্মে হানি (১২) নামে এক স্কুলছাত্রী ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উম্মে হানি (১২) নামে এক স্কুলছাত্রী ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে।

 

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের নন্দীগ্রাম-বেলঘড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হানি নন্দীগ্রাম আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার ডুবাতেঘর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
 
নিহতের বাবা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া পাড়া নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার সময় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সে শ্বাসরোধে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উম্মে-হানিকে মৃত ঘোষণা করেন।    

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, এ ধরনের খবর এখনও আমরা পাইনি। তবে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।