ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
সাদুল্যাপুরে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ইসতিয়াক আহম্মেদ (২৮) নামে শিবিরের এক সাথী পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ইসতিয়াক আহম্মেদ (২৮) নামে শিবিরের এক সাথী পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইসতিয়াক ধাপেরহাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মুনছুর প্রামাণিকের ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, একাধিক নাশকতা মামলার আসামি ইসতিয়াক। গোপন সংবাদের ভিত্তিতে রাতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।