ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ১৪ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
নাটোরে ১৪ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নাটোর সদর উপজেলার আহমেদপুর বাজারের ভ্যান স্ট্যান্ড থেকে ১৪ ডাকাতি মামলার আসামি কাঞ্চনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

নাটোর: নাটোর সদর উপজেলার আহমেদপুর বাজারের ভ্যান স্ট্যান্ড থেকে ১৪ ডাকাতি মামলার আসামি কাঞ্চনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কাঞ্চন সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের বাসিন্দা।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হাসান বাংলানিউজকে জানান, কাঞ্চন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং কাঞ্চন বাহিনীর প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে রাতে আহমেদপুর বাজারের ভ্যান স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কুমিল্লা, সিরাজগঞ্জের সলঙ্গা, টাঙ্গাইল ও নাটোরসহ বিভিন্ন থানায় ১৪টি ডাকাতির মামলা রয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।