ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়েছে বসত বাড়ির ১৭টি কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
গাজীপুরে আগুনে পুড়েছে বসত বাড়ির ১৭টি কক্ষ

গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে বসত বাড়ির ১৭টি কক্ষ।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে বসত বাড়ির ১৭টি কক্ষ।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, গজারিয়াপাড়া এলাকায় সাইদুর রহমান খন্দকারের টিনশেডের বাসা বাড়ি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। দ্রুতই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষণে ওই বাড়ির ১৭টি কক্ষ পুড়ে যায়। আগুনে পুড়ে বাড়ির মালিকের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

আরএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।