ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
লালপুরে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর থেকে জালাল উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জালাল উদ্দিন উপজেলার লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

নাটোর: নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর থেকে জালাল উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জালাল উদ্দিন উপজেলার লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, দক্ষিণ লালপুর এলাকার পদ্মার চরে মাটিতে আংশিক পুঁতে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে প্রচুর জখমের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে মরদেহটি পদ্মার চরে পুঁতে রেখে গেছে।

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।