ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গ্রেনেড ফাটিয়েই নারী জঙ্গির আত্মঘাতী মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
গ্রেনেড ফাটিয়েই নারী জঙ্গির আত্মঘাতী মৃত্যু নিহত জঙ্গি নারী/ছবি বাংলানিউজ

রাজধানীর দক্ষিণখান আশকোনায় ‘রিবল২৪’ জঙ্গিবিরোধী অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো সেই নারীর মৃত্যু পেট ফেটে হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে।

ঢাকা: রাজধানীর দক্ষিণখান আশকোনায় ‘রিবল২৪’ জঙ্গিবিরোধী অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো সেই নারীর মৃত্যু পেট ফেটে হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে। তার পেটে বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

বিষয়টি জানিয়েছেন, ঢামেক হাসপাতালের ফরেনসিকের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।

তিনি জানান, নিহত জঙ্গি নারীর পেটে ও পেটের নিচের অংশে বোমা ফাটে। ফলে ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো নিচের অংশ। মৃতের শরীরে থাকা অংশ-বিশেষ দেখে মনে হচ্ছে গ্রেনেড।

এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারও পাওয়া গেছে। তদন্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে জঙ্গি আস্তানার ‘সূর্যভিলা’ ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

পরে শনিবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে পুলিশ। এতে ওই নারী নিজে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান।

আরও পড়ুন:
**সোয়াট-সিআইডি-বোম ডিসপোজালের সমন্বিত কাজ সূর্য বাড়িতে
*** ‘রিপল২৪’ অভিযানে নিহত ২, আত্মসমর্পণ ৪ জঙ্গির

***সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডির তদন্ত

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।