ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
গাংনীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ধর্ষককে সহযোগিতা করার অপরাধে মেহেরপুরের ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কফেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেহেরপুর: ধর্ষককে সহযোগিতা করার অপরাধে মেহেরপুরের ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কফেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



এদিন সকালে গাংনী উপজেলার ঢেপা গ্রামের ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা (মামলা নম্বর ৩৪) দায়ের করেন।

গ্রেফতার কফেল উদ্দীন ঢেপা গ্রামের মৃত ছুরমান হালসানার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) কাফরুজ্জামান জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী নারীকে ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল মান্নান ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ধর্ষককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। তবে আব্দুল মান্নানের বিয়াই (মেয়ের শ্বশুর) স্থানীয় আওয়ামী লীগ নেতা কফেল উদ্দীন ভয় দেখিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ভুক্তভোগী নারী বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।