ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাজলা নিউ মার্কেটে আগুন, মামলার এক আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
কাজলা নিউ মার্কেটে আগুন, মামলার এক আসামি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কাজলা নিউ মাকের্টে ভাঙচুর করা ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কাজলা নিউ মাকের্টে ভাঙচুর করা ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) তাকে আটক কর‍া হয়।

স্বপন উপজেলার হিন্দুকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এদিন দুপুরে কাজলা নিউ মার্কেটের মালিক মাসুদের বড় ভাই মোসলেম উদ্দিন বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সারিয়াকান্দির কাজলা নিউ মার্কেটে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বপনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।