ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরে গাঁজাসহ সাজ্জাদ আলী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

নাটোর: নাটোরে গাঁজাসহ সাজ্জাদ আলী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক সাজ্জাদ আলী সদর উপজেলার পশ্চিম হাগুরিয়া গ্রামের সাদেক প্রামাণিকের ছেলে।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান,  সাজ্জাত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে দিঘাপতিয়া এলাকায় গাঁজা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়।

এসময় তার কাছে ১৪০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩৮ হাজার ২৯০ টাকা পাওয়া যায়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।