ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে নরসুন্দরকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
শিবগঞ্জে নরসুন্দরকে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহিন মিয়া (৩০) নামে এক নরসুন্দরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহিন মিয়া (৩০) নামে এক নরসুন্দরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শাহিন উপজেলার রায়নগর ইউনিয়নের জিগাতলা সেকেন্দ্রাবাদ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, মহাস্থান বন্দর এলাকায় অবস্থিত নিজের সেলুন ঘরে বসেছিলেন নরসুন্দর শাহিন মিয়া। মুহূর্তে ৪-৫জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহিনকে দুর্বৃত্তরা প্রথমে ছুরিকাঘাত করেন।

এ সময় শাহিন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পিছু নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে প্রকাশ্যে ক্ষুর দিয়ে গলা কেটে শাহিন মিয়াকে তারা হত্যা করে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।