ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‌পিরোজপুরে প্রকাশ্যে মাতলা‌মি করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
‌পিরোজপুরে প্রকাশ্যে মাতলা‌মি করায় যুবকের কারাদণ্ড

পিরোজপুরে মদপানের পর প্রকাশ্যে মাতলা‌মি করায় শেখ সরফরাজ (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর: ‌পিরোজপুরে মদপানের পর প্রকাশ্যে মাতলা‌মি করায় শেখ সরফরাজ (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‌সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যা‌জিস্ট্রেট শেখ রাশেদউজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

সরফরাজ পিরোজপুর পৌরসভার মধ্য রাস্তা মহল্লার মৃত আব্দুস সোবহান শেখের ছেলে।

আদালত সূত্র জানায়, সন্ধ্যায় দেশীয় মদপান করে প্রকাশ্যে শহরে মাতলা‌মি করছিলেন সরফরাজ। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় তিনি দোষ স্বীকার করলে বিচারক তাকে এ কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।