ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, আহত ৫ দিনাজপুরে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর-পিকআপ ভ্যান

দিনাজপুর শহরের উপকন্ঠ কাঞ্চন ব্রিজে ট্রাক্টর, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুর শহরের উপকন্ঠ কাঞ্চন ব্রিজে ট্রাক্টর, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে ‍যায়। ফলে ব্রিজের দু’পাশে আটকা পড়ে অর্ধশতাধিক যানবাহন।

পরে কোতয়ালি থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক্টর-পিকআপ ভ্যান উদ্ধার করে নিয়ে গেলে প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।