ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
তুরাগে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর তুরাগে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, থানার নলভোগ খালপার বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলাকাটা, চোখ উপড়ানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে ওই যুবককে হত্যার পর উক্ত স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।