ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে জেলা রিপোর্ট প্রকাশ করা হয়।

সেমিনারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

জেলা রিপোর্টে বলা হয়, সাতক্ষীরা জেলায় মোট এক লাখ ৭৩৪টি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া রিপোর্টে সাতক্ষীরা জেলার স্থায়ী, অস্থায়ী ও খানাভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, লিঙ্গ ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে সম্পৃক্ত জনবল, লিঙ্গভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ও অবস্থানভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিবরণ তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।