ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে বাসচাপায় শিশু নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পার্বতীপুরে বাসচাপায় শিশু নিহত

দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসচাপায় সাকিবুর রহমান (০৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসচাপায় সাকিবুর রহমান (০৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-দিনাজপুর সড়কে হয়বতপুর এলাকায় মন্মথপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাকিবুর পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের আজিমুল হক ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস মন্মথপুর ফিলিং স্টেশনের সামনে সাকিবুরকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।