ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ২ মাদকসেবীর জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
কেরানীগঞ্জে ২ মাদকসেবীর জেল-জরিমানা

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. মনির (৩২) নামে এক যুবককে দুই হাজার টাকা জরিমানা ও মো. তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. মনির (৩২) নামে এক যুবককে দুই হাজার টাকা জরিমানা ও মো. তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলী রহমান তিন্নি এ আদেশ দেন।

এসময় তাকে সহযোগিতা করেন-ভ্রাম্যমাণ আদালতের বেঞ্জ সহকারী মো. মজিরুল হক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরব আলী ও ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই এম রিয়াজুল।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।