ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে জামায়াত নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
গোদাগাড়ীতে জামায়াত নেতা কারাগারে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজীপাড়া থেকে আটক জামায়াত নেতা আলাউদ্দিন হোসেনকে (৪২) কারাগারে পাঠিছেন আদালত।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজীপাড়া থেকে আটক জামায়াত নেতা আলাউদ্দিন হোসেনকে (৪২) কারাগারে পাঠিছেন আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

আলাউদ্দিন মোহনপুর ইউনিয়নের জামায়াতের আমির।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সোমবার( ২৬ ডিসেম্বর) ভোরে মোহনপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার বাড়ি থেকে জামায়াতে ইসলামের কার্যক্রম সংক্রান্ত প্রচারণার বই ও বিভিন্ন রকমের লিফলেট উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাস ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসএস/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।