ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরের এসপি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জামালপুরের এসপি প্রত্যাহার জামালপুরের এসপি মো. নিজাম-ছবি: ফাইল ফটো

জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনকে (এসপি) বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সে প্রত্যাহার করা হয়েছে।

জামালপুর: জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনকে (এসপি) বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং, সহকারী প্রিজাডিং ও পোর্লিং কর্মকর্তাদের উদ্দেশে অশালীন বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জামালপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান জানান, শনিবার(২৪ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রিজাইডিং কর্মকর্তারা একটি অভিযোগ জমা দিয়ে ছিলেন। ওই অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এরপর এসপিকে প্রত্যাহার করা হয়েছে বলে জেনেছি। তবে, কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানতে পারিনি। ’  

এসপি মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমাকে পুলিশ হেড কোয়ার্টার্সে বদলি করা হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান জামালপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।