ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গৃহব‍ধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
মেহেরপুরে গৃহব‍ধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে শিরিনা খাতুন (৩৭) নামে এক গৃহব‍ধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিরিনা খাতুন দুই সন্তানের জননী।

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে শিরিনা খাতুন (৩৭) নামে এক গৃহব‍ধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিরিনা খাতুন দুই সন্তানের জননী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ওই গৃহবধূর নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।