ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ২শ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বরিশালে ২শ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশাল নগরীতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. রাজন খাঁন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

বরিশাল: বরিশাল নগরীতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. রাজন খাঁন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

আটক রাজন খাঁন ওরফে হিরা মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন নিউজ ভাটিখানা এলাকার সেকশন রোডের ‘হাজী মো. হানিফ মঞ্জিল’ এর ভাড়াটিয়া ও মুন্সীগঞ্জের ষোলঘর এলাকার মৃত শাহজাহান খাঁনের ছেলে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তার ভাড়া বাসা থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজনকে আটক করা হয়।

অভিযানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফরহাদ সরদার নেতৃত্ব দেন।

রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) তানজিল জানান, এ ঘটনায় আটকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।