ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

বনানীতে ভোট দেবেন আনিসুল, আজিমপুরে খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বনানীতে ভোট দেবেন আনিসুল, আজিমপুরে খোকন

প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

ঢাকা: প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণের সময়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র প্রথম প্রহরে ‌‌নিজ-নিজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকানের  জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।

সকাল সাড়ে ১১টার দিকে সাঈদ খোকন ভোট দেবেন আজিমপুর গালর্স হাইস্কুলে ও ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

আনিসুল হকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা মঞ্জুরী- মাওলা।

দেশের ৬১টি জেলায় একযোগে এ নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

এসএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।