ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে নিলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে নিলো

জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে মেয়র আনিসুল হক বললেন, এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিলো।

ঢাকা: জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে মেয়র আনিসুল হক বললেন, এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিলো।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণের সময়।

দেশের ৬১টি জেলায় একযোগে এ নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

এমএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।