ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলার বোরহানউদ্দিনে জাল টাকাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ভোলার বোরহানউদ্দিনে জাল টাকাসহ নারী আটক

ভোলার বোরহানউদ্দিনে নাসিমা (৩৫) নামে এক নারীকে ৬২ হাজার জাল টাকাসহ আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে নাসিমা (৩৫) নামে এক নারীকে ৬২ হাজার জাল টাকাসহ আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি এক হাজার টাকার জাল নোটসহ ওই নারীকে আটক করা হয়।

এদিকে ওই ইউনিয়নের বৈদ্দেরপুল এলাকা থেকে নকল ডিটারজেন্ট ও সরিষার তেল কারখানার সন্ধান পেয়ে মালামালসহ কারখানাটি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।