ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাজার এলাকায় তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাজার এলাকায় তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ইন্সপেক্টর মোহাম্মদ রাকিবুল আলম ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম বাংলানিউজকে জানান, শিহাব বেকারিতে ফুড গ্রেডের রং ব্যবহার না করা, বিএসটিআই অনুমোদিত না হওয়া এবং মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন তারিখ না থাকায় সত্ত্বাধিকারী আলমগীর বেপারীকে ২০ হাজার, মা ক্ষির ভাণ্ডারে ওজন মাপার যন্ত্রে ত্রুটি থাকায় সত্ত্বাধিকারী ভরত ঘোষকে পাঁচ হাজার ও মা ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় সত্ত্বাধিকারী আব্দুল মান্নান শিকদারকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।